১. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে?
ক. পাঁচ-ছয় লিটার
খ. তিন-চার লিটার
গ. দুই-তিন লিটার
ঘ. সাত-আট লিটার
২. মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত থাকে?
ক. প্রায় ৮% খ. প্রায় ৭%
গ. প্রায় ৯% ঘ. প্রায় ১০%
৩. রক্ত কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত?
ক. ভাজক খ. সরল
গ. যোজক ঘ. জটিল
৪. রক্তের মধ্যে কত ভাগ রক্তরস থাকে?
ক. ৫০% খ. ৫৫%
গ. ৪৫% ঘ. ৬০%
৫. রক্তের মধ্যে কত ভাগ রক্তকণিকা থাকে?
ক. ৪৫% খ. ৫০%
গ. ৫৫% ঘ. ৬০%
৬. রক্তকণিকা প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৭. রক্তরস আলাদা করলে রক্তকণিকার বর্ণ কেমন দেখায়?
ক. লাল খ. হলুদ
গ. সাদা ঘ. বর্ণহীন
৮. রক্তরসে কত ভাগ পানি থাকে?
ক. প্রায় ৯০% খ. প্রায় ৭০%
গ. প্রায় ৮০% ঘ. প্রায় ৬০%
৯. লোহিত কণিকা দেখতে কেমন?
ক. দ্বি-অবতল খ. অবতল
গ. দ্বি-উত্তল ঘ. উত্তল
১০. লোহিত কণিকার আয়ু প্রায় কত মাস?
ক. চার খ. তিন
গ. দুই ঘ. পাঁচ
১১. রক্তের শ্বেতকণিকার গড় আয়ু কত দিন?
ক. ১-১৫ দিন খ. ২-১০ দিন
গ. ১০-১৫ দিন ঘ. ১৫-৩০ দিন
১২. রক্তের অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
ক. ৫-১০ দিন খ. ১-১৫ দিন
গ. ১০-১৫ দিন ঘ. ৮-১০ দিন
১৩. শিশুর দেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
ক. ৬০-৭০ লাখ খ. ৭০-৮০ লাখ
গ. ৮০-৯০ লাখ ঘ. ৪৫-৫৫ লাখ
১৪. পূর্ণবয়স্ক পুরুষের দেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
ক. ৬০-৭১ লাখ খ. ৭০-৮০ লাখ
গ. ৪.৫-৫.৫ লাখ ঘ. ৪-৫ লাখ
১৫. নারীদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
ক. ৪-৫ লাখ খ. ৪.৫-৫.৫ লাখ
গ. ৬০-৭০ লাখ ঘ. ৭০-৮০ লাখ
১৬. মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?
ক. ৪-১০ হাজার খ. ৫-১০ হাজার
গ. ৬-১২ হাজার ঘ. ১-১৪ হাজার
১৭. কোন রক্তকণিকা ‘ফ্যাগোসাইটোসিস’ প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?
ক. লোহিত রক্তকণিকা
খ. প্লেইটলেট
গ. অণুচক্রিকা
ঘ. শ্বেতকণিকা
১৮. অ্যান্টি Rh কোনটিকে ধ্বংস করে?
ক. লোহিত কণিকাকে
খ. প্লেইটলেটকে
গ. অণুচক্রিকাকে
ঘ. শ্বেতকণিকাকে
১৯. শ্বেতকণিকা কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২০. অ্যাগ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকা কত প্রকার?
ক. এক খ. দুই
গ. চার ঘ. পাঁচ
২১. ‘প্লেইটলেট’ শব্দের অর্থ কী?
ক. লোহিত রক্তকণিকা
খ. শ্বেত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. প্লাজমা
২২. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?
ক. ২.৫ লক্ষ খ. ৩ লক্ষ
গ. ৪ লক্ষ ঘ. ৫ লক্ষ
২৩. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে শ্বেতকণিকার সংখ্যা কত?
ক. ৪,০০০-১০,০০০
খ. ৫,০০০-১০,০০০
গ. ৬,০০০-১০,০০০
ঘ. ৭,০০০-১০,০০০
২৪. কী হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?
ক. পলিসাইথিমিয়া
খ. অ্যানিমিয়া
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
২৫. কী হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পায়?
ক. অ্যানিমিয়া
খ. পলিসাইথিমিয়া
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
২৬. ‘থ্যালাসিমিয়া’ হলে রোগীকে কত মাস পরপর রক্ত দিতে হয়?
ক. ৩ মাস খ. ৪ মাস
গ. ৫ মাস ঘ. ৬ মাস
২৭. ‘ব্লাড ক্যানসারের’ অপর নাম কী?
ক. লিউকেমিয়া
খ. পলিসাইথিমিয়া
গ. অ্যানিমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
২৮. কী হলে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?
ক. অ্যানিমিয়া
খ. লিউকেমিয়া
গ. পলিসাইথিমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
২৯. রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
ক. পারপুরা
খ. থ্রম্বোসিস
গ. থ্যালাসিমিয়া
ঘ. থ্রম্বোসাইটোসিস
৩০. ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কী অবস্থার সৃষ্টি হয়?
ক. লিউকোসাইটোসিস
খ. পারপুরা
গ. থ্যালাসিমিয়া
ঘ. থ্রম্বোসাইটোসিস
৩১. ‘থ্যালাসিমিয়া’ হলে রোগীকে কত মাস পরপর রক্ত দিতে হয়?
ক. ৩ মাস খ. ৪ মাস
গ. ৫ মাস ঘ. ৬ মাস
৩২. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ওপর ভিত্তি করে মানবজাতির রক্ত কয়টি গ্রুপে ভাগ করা হয়?
ক. ৩ টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৩৩. কোন গ্রুপ সব গ্রুপকে রক্ত দিতে পারে?
ক. A খ. B
গ. AB ঘ. O
৩৪. ডায়াবেটিস রোগের লক্ষণ—
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. খুব বেশি পিপাসা পাওয়া
iii. চামড়া শুকিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. শিরায় কপাটিকা থাকায় —
i. রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়
ii. রক্তে O2 কম থাকে
iii. রক্তে CO2 যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ থেকে ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিহাব হাসান চাকরি থেকে অবসর নেওয়ার পর বাসায় বসে থাকেন। ফলে কিছুদিনের মধ্যে তিনি মোটা হয়ে যান ও তাঁর ওজন বেড়ে যায়। তিনি পরীক্ষা করে দেখলেন তাঁর রক্তে শর্করার পরিমাণ প্রচুর বৃদ্ধি পেয়েছে।
৩৬. উদ্দীপকে কোন রোগের কথা বলা হয়েছে?
ক. হাঁপানি খ. যক্ষ্মা
গ. উচ্চ রক্তচাপ ঘ. ডায়াবেটিস
৩৭ . শিহাব হাসানের ঐ রোগ হওয়ার কারণ কী?
ক. পরিশ্রম না করা
খ. হঠাৎ চাকরি থেকে অবসর
গ. মানসিক যন্ত্রণা
ঘ. বৃদ্ধ হয়ে যাওয়া
৩৮. শিহাব হাসানের রোগটি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন—
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ঔষধ সেবন
iii. সুশৃঙ্খল জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ‘Rh’ ফ্যাক্টর কী?
ক. অ্যাগুটিনোজেন
খ. অ্যান্টিবডি
গ. অ্যাগুটিনিন
ঘ. নন-অ্যান্টিজেন
৪০. যেসব মানুষের রক্তে Rh ফ্যাক্টর অনুপস্থিত তাদের কী বলা হয়?
ক. Rh++ খ. Rh--
গ. Rh+ ঘ. Rh-
৪১. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪২. পেরিকার্ডিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে কোনটি?
ক. হৃৎপিণ্ড খ. শিরা
গ. ধমনি ঘ. কৈশিক জালিকা
৪৩. ‘অ্যাট্রিয়ামের’ অপর নাম কী?
ক. অলিন্দ খ. নিলয়
গ. ধমনি ঘ. শিরা
৪৪. ‘ভেন্ট্রিকলের’ অপর নাম কী?
ক. অলিন্দ খ. নিলয়
গ. ধমনি ঘ. শিরা
৪৫. শিরার উৎপত্তিস্থল কোথায়?
ক. কৈশিক জালিকা
খ. কৈশিক ধমনি
গ. ধমনি
ঘ. উপশিরা
৪৬. ‘হৃদ্পিণ্ডের সংকোচন’কে কী বলে?
ক. সিস্টোল খ. ডায়াস্টোল
গ. ডায়ালাইসিস ঘ. থ্রম্বোসিস
৪৭. স্বাভাবিক অবস্থায় ‘সিস্টোলিক চাপ’ কত?
ক. ১১০-১৪০ মিমি
খ. ৬০-৯০ মিমি
গ. ১২০-২৮০ মিমি
ঘ. ১৩০-১৯০ মিমি
৪৮. স্বাভাবিক অবস্থায় ‘ডায়াস্টোলিক চাপ’ কত?
ক. ৬০-৯০ মিমি
খ. ১০০-১২০ মিমি
গ. ১২০-১৮০ মিমি
ঘ. ১৭০-২০০ মিমি
৪৯. বাম নিলয়ের সঙ্গে কয়টি পালমোনারি শিরা যুক্ত থাকে?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৫০. অক্সিজেনসমৃদ্ধ রক্ত কিসের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে?
ক. ধমনি খ. মহাশিরা
গ. ফুসফুসীয় শিরা ঘ. নিম্ন মহাশিরা
৫১. অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে?
ক. শিরা খ. ধমনি
গ. উপশিরা ঘ. মহাশিরা
৫২. যেসব রক্তনালির মাধ্যমে কার্বন ডাই–অক্সাইডপূর্ণ রক্ত হৃদ্পিণ্ডে ফিরে আসে তাদের কী বলে?
ক. পালমোনারি ধমনি
খ. কৈশিক জালিকা
গ. কৈশিক ধমনি
ঘ. শিরা
৫৩. অ্যালভিওলাস থেকে কোন প্রক্রিয়ায় অক্সিজেনকণিকা জালিকায় প্রবেশ করে?
ক. শোষণ খ. ব্যাপন
গ. রেচন ঘ. পরিবহন
৫৪. একজন সুস্থ মানুষের দেহে হৃৎস্পন্দন প্রতি মিনিটে কতবার হয়?
ক. ৬০-১০০ বার খ. ৬০-১১০ বার
গ. ৮০-১২০ বার ঘ. ৯০-১২০ বার
৫৫. RBC-এর পূর্ণরূপ কী?
ক. Red Blood cuter
খ. Red Blood cell
গ. Red Blood corner
ঘ. Rapping Blood cell
৫৬. রক্তের জৈব পদার্থ কোনটি?
ক. Na খ. K
গ. Ca ঘ. NH3
৫৭. ‘প্যানক্রিয়াস’ থেকে কোন ধরনের হরমোন নিসৃত হয়?
ক. ইনহেল
খ. সালফিউরিক অ্যাসিড
গ. ইনসুলিন
ঘ. ক্লোরাস
৫৮. মানুষের মস্তিষ্কের ধমনিতে রক্ত সরবরাহ বন্ধ হলে নিচের কোন ঘটনা ঘটে?
ক. রক্তচাপ বেড়ে যায়
খ. হার্ট অ্যাটাক হয়
গ. স্ট্রোক হয়
ঘ. রক্তপাত হয়
৫৯. ‘লোহিত রক্তকণিকা’ কোথায় সঞ্চিত থাকে?
ক. প্লীহায় খ. যকৃতে
গ. হৃদ্পিণ্ডে ঘ. পাকস্থলীতে
৬০. কোনটির জন্য রক্তের রং লাল দেখায়?
ক. লাল রঞ্জক খ. ক্রোমোপ্লাস্ট
গ. হিমোগ্লোবিন ঘ. নিউক্লিয়াস
৬১. হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনির নাম কী?
ক. করোনারি ধমনি
খ. সুপিরিয়র ভেনাক্যাভা
গ. ইনফেরিয়র ভেনাক্যাভা
ঘ. ফুসফুসীয় ধমনি
৬২. ‘WBC’-এর পূর্ণরূপ কী?
ক. White Blood Cell
খ. World Blood Counter
গ. Whole blood Cell
ঘ. Wiple Blood Cell
৬৩. রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা কোনটির কাজ?
ক. রক্তরসের খ. লোহিত কণিকার
গ. শ্বেতকণিকার ঘ. অণুচক্রিকার
৬৪. কখন শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়?
ক. সুস্থ থাকলে খ. অসুস্থ থাকলে
গ. জেগে থাকলে ঘ. ঘুমিয়ে থাকলে
৬৫. কোনটি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিশ্রিত হয়?
ক. কৌশিক জালিকা থেকে
খ. ধমনি থেকে
গ. অন্তঃখরা গ্রন্থি থেকে
ঘ. বহিঃখরা গ্রন্থি থেকে
৬৬. A গ্রুপধারী ব্যক্তি কোন কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে?
ক. A, B, AB, O
খ. A, AB, O
গ. A, B, O
ঘ. A, O
৬৭. ‘রক্তের চাপ’ নির্ণয়ের যন্ত্রের নাম কী?
ক. ম্যানোমিটার খ. হাইড্রোমিটার
গ. ল্যাকটোমিটার ঘ. স্ফিগমোম্যানোমিটার
৬৮. রক্তের ‘ইউনিভার্সেল ডোনার’ বলা হয় কোন গ্রুপকে?
ক. O খ. A
গ. B ঘ. AB
৬৯. মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিকভাবে মাত্রা কত?
ক. ৬০-১০০ মিলিগ্রাম/ডেসিলিটার
খ. ৬০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
গ. ৭০-১১০ মিলিগ্রাম/ডেসিলিটার
ঘ. ৮০-১২০ মিলিগ্রাম/ডেসিলিটার
৭০. লাল বর্ণের রক্তধারী প্রাণী হচ্ছে—
i. মানুষ
ii. মেরুদণ্ডী প্রাণী
iii. অমেরুদণ্ডী প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.খ ৮.ক ৯.ক ১০.ক ১১.ক ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.খ ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.খ ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.ঘ ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.ক ৪৯.গ ৫০.ক ৫১.খ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক ৫৫.খ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.গ ৫৯.ক ৬০.গ ৬১.ক ৬২.ক ৬৩.ক ৬৪.খ ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.গ ৭০.ক
.png)
COMMENTS